About

আমার সর্ম্পকে

দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রী, বিজ্ঞ বিচারক এবং আইনজীবীদের সর্ববৃহৎ সংগঠন রুলার (RULAA) নির্বাচিত সফল সভাপতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সফল ট্রেজারার

উত্তরবঙ্গ আইনজীবী সমিতির প্রথম নারী সভাপতি

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর স্রষ্টা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি'র সুযোগ্য পুত্রবধু এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সন্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ - অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ এর সুযোগ্য সহধর্মিনী

Commitment

প্ৰতিশ্ৰুতিসমূহ

  • নির্বাচিত হলে দেশের সর্বোচ্চ আদালতের বার এসোসিয়েশনের নির্বাচনে আইনজীবীদের ভোটাধিকারের সকল সংশয় ও ভীতি দূর করব।
  • সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী “কোন দলের পদধারী কোন নেতাকর্মী নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না" - এই বিষয়টি বাস্তবসম্মত রূপদান করব।
  • বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় সাধন করে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করব।
  • দলীয় প্রভাবের কারণে আইনজীবীদের মধ্যে যে ঐক্যহীনতার সৃষ্টি হয়েছে, তা দূরীভূত করে আইনজীবীদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব তথা ঐক্যবদ্ধতা সৃষ্টি করার চেষ্টা করব।
  • আইনজীবীদের দীর্ঘদিনের সমস্যা তাদের অপর্যাপ্ত আসন। আইনজীবীরা গাদাগাদি করে অমানবিকভাবে তাদের আইনী কাজকর্ম পরিচালনা করে থাকেন। আমি নির্বাচিত হলে সকল আইনজীবীদের জন্য আসনের ব্যবস্থা করব।
  • আইনজীবীদের পারস্পরিক যোগাযোগের জন্য ডিজিটাল ডিরেক্টরি তৈরিসহ আরো সহজতর পদ্ধতির মাধ্যমে একে অপরের কমিনিকেশন সহজ করে তোলার চেষ্টা করব।
  • আইনজীবীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আলাদা 'মেডিকেল সেবা' চালু করব।
  • আইনজীবীদের 'সিন্ডিকেট' থেকে মুক্ত করে স্বাতন্ত্রিক পরিচয় দিয়ে নির্দিষ্ট 'বলয়' থেকে বের করে আনব।
  • বার ও বেঞ্চের যোগাযোগ সহজীকরণ করার লক্ষ্যে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করব।
  • আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত ট্রেনিং ও সেমিনারের ব্যবস্থা করব।
  • আইনজীবীদের যাতায়াত দ্রুত ও নির্বিঘ্ন করার লক্ষ্যে পরিবহনের ব্যবস্থা করব।
  • মেধাবী ও পিছিয়ে পড়া আইনজীবীদের জন্য বিভিন্ন স্কিমে 'শিক্ষাবৃত্তি' প্রণয়ন করব।
  • নারী আইনজীবীদের অধিকার রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।
  • ডে কেয়ার সেন্টারের আধুনিকীকরণ করব।
  • সুপ্রীম কোর্টের অভ্যন্তরের পরিবেশ সুন্দর করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব।
  • সরকারের প্রথম শ্রেণির চাকরিজীবীদের মত বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা নিশ্চিত করব।
  • আইনজীবীরা তাঁদের বেনেডলেন্ট ফান্ড যেন সহজ শর্তে উত্তোলন এবং জীবনের অন্তিম লগ্নে নিজেই ব্যবহার করতে পারে সেই লক্ষ্যে নিয়মনীতি প্রণয়নে সবার মতামতের ভিত্তিতে কাজ করব।
  • সুপ্রীম কোর্টের আইনজীবীদের মর্যাদা পুনরুদ্ধারের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করব।
Contact

যোগাযোগ করুন

contact-img

নাহিদ সুলতানা যুথী & অ্যাসোসিয়েটস

কোর্ট চেম্বার:অ্যানেক্স #৩০২১ (২য় তলা) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন শাহাবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ

চেম্বার:বাড়ি #১০০ (৮ম তলা) রোড #৮, ব্লক #এফ, বনানী, ঢাকা-১২১৩।

ফোন: +88 01713 401 957